শাবিতে মঞ্চস্থ হলো নাটক ‘আজ কমন্ডলের ফাঁসি’

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম নাট্য বিষয়ক সংগঠন ‘থিয়েটার সাস্ট’র ৩২তম প্রযোজনায় ‘আজ কমন্ডলের ফাঁসি’ নাটকটি মঞ্চস্থ হয়েছে।

রবিবার (১৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে এ নাটকটি মঞ্চস্থ হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক সাকিবুল হাসান সজিব বলেন, নাটকের মধ্য দিয়ে আমরা তুলে আনি সমাজের অসঙ্গতি, নিপীড়িত মানুষের দুঃখগাঁথা, নাটকই আমাদের প্রতিবাদ জানানোর ভাষা। তারই ধারাবাহিকতায় এবারের আয়োজন থিয়েটার সাস্টের ৩২তম প্রযোজনার নাটক-“আজ কমন্ডলের ফাঁসি”। নাটকে স্ত্রীকে গলাটিপে খুন করার অপরাধে ফাঁসির আদেশ হয়েছে জুটমিল-শ্রমিক কমন্ডলের। ফাঁসি এবং ফাঁসি নিয়ে বিড়ম্বনার মধ্য দিয়ে নাটকটি পরিণতির দিকে অগ্রসর হয়।

আজ কমন্ডলের ফাঁসি নাটকটি রচনা করেছেন বিমল বন্দ্যোপাধ্যায়। আব্দুল্লাহ মো. আবিদের নির্দেশনায় ও সোহানুর ইসলাম অভির পুন:নির্দেশনায় নাটকটি মঞ্চস্থ হয়। নাটকটির সহনির্দেশনায় ছিলেন সাকিবুল হাসান সজীব ও মেহেদী হাসান মিঠু।

উল্লেখ্য, ‘নাটক নির্মাণ করে যৌবন, নাটক আনবেই অবিনাশী প্লাবন’ স্লোগানকে বুকে ধারণ করে ১৯৯৭ সালের ৮ ডিসেম্বর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ‘থিয়েটার সাস্ট’।