হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার উদ্যোগে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল ১১টায় এক বর্ণাঢ্য র্যালি পৌরসভার কার্যালয় থেকে বের হয়।
র্যালি শেষে জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ে সচেতনতামূলক বক্তব্য দেন নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী ও নবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার।
পরে নবীগঞ্জ পৌরসভার কনফারেন্স রুমে মেয়র ছাবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে এ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-৩ ফারজানা মিলন পারুল, সংরক্ষিত কাউন্সিলর সৈয়দা নাসিমা বেগম ও পূর্ণিমা রানী দাশ, ওয়ার্ড কাউন্সিলর মো. কবির মিয়া, ওয়ার্ড কাউন্সিলর যুবরাজ গোপ, ওয়ার্ড কাউন্সিলর মো. নানু মিয়া, পৌরসভার সকল কর্মকর্তা/কর্মচারীবৃন্দ, নবীগঞ্জ পৌর আইডিয়াল স্কুলের শিক্ষকবৃন্দ ও পৌরসভার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
‘জন্ম নিবন্ধন একটি সাংবিধানিক অধিকার’- এ বিষয়ে গুরুত্বারোপ করে নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী বলেন, ‘নতুন শিশুর জন্মের সাথে সাথে আমরা বাড়ি বাড়ি গিয়ে তার মা-বাবাকে অভিনন্দন জানাই এবং অভিনন্দনপত্র প্রদান করি। অপরদিকে কেউ মৃত্যুবরণ করলেও মৃতের পরিবারকে শোকবার্তা প্রদান করে থাকি।’
জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে সম্পূর্ণ নির্ভুল নিবন্ধন করে নবীগঞ্জ পৌরসভাকে সহযোগিতা করার জন্য সম্মানিত নাগরিকদের প্রতি তিনি আহ্বান জানান।