জগন্নাথপুরে ঐতিহ্যবাহী পলো বাওয়া উৎসব

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নে ঐতিহ্যবাহী পলো বাওয়া উৎসব পালিত হয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে ইউনিয়নের হাফাতিয়া হাওরে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এ পলো বাওয়া উৎসব পালন করা হয়। উৎসবে এলাকার দশটি গ্রামের বাসিন্দারা অংশগ্রহণ করেন।

খবর পেয়ে ভোর থেকে সুনামগঞ্জের জগন্নাথপুর, উপজেলার মিরপুর ইউনিয়নে আধুয়া, বড় কাপন,রতিয়ার পাড়া, হলিয়ার সাষন,পৌর এলাকায় ইসাহাকপুর গ্রামের থেকে পলো বাওয়ার সৌখিন লোকজন পলোসহ মাছ শিকারের বিভিন্ন যন্ত্র নিয়ে সারি বেঁধে হাওরে চলে যান। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল ১০টায় একসঙ্গে পলো নিয়ে পানিতে ঝাঁপিয়ে পরেন গ্রামবাসীরা।

এ সময় অনেকের পলোতে ধরা পড়ে বোয়াল, রুই, কাতলা, গজার, বোয়াল, শৈল, মৃগেল, বিগ্রেড, কার্প, বাউশ, ঘনিয়া, তেলাপিয়াসহ ছোট-বড় বিভিন্ন জাতের মাছ।

উৎসবটি একনজর দেখার জন্য উপজেলার বিভিন্ন স্থান থেকে শিশুসহ নারী, পুরুষ হাওর পাড়ে গিয়ে ভিড় জমান।