ধর্মপাশায় শিশুদের মাঝে গাছের চারা বিতরণ

সুনামগঞ্জের ধর্মপাশায় শিশুদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশনের অর্থায়নে পারি (পার্টিসিপেটরি একশন ফর রুরাল ইনোভেশন) তাদের নিবন্ধিত ও এলাকার শিশুদের মাঝে এসব গাছের চারা বিতরণ করে।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সদর ইউনিয়নের চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু। স্বাগত বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশনের ধর্মপাশা এপির প্রোগ্রাম ম্যানেজার সাগর জন কস্তা।

পারি’র সিডিও বিদ্যুৎ মাংসাংয়ের পরিচালনায় বক্তব্য দেন, ধর্মপাশা থানার এসআই আব্দুর সবুর, পারি’র প্রোগ্রাম ম্যানেজার অঞ্জন কুমার রুরাম, সাংবাদিক এনামুল হক ও সেলিম আহমেদ।

পরে আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত শিশুদের হাতে একটি করে আম, লেবু ও নারিকেল গাছের চারা তুলে দেন।