ধর্মপাশায় বজ্রপাতে শিক্ষার্থী নিহত, আহত ২

সুনাগঞ্জের ধর্মপাশায় বজ্রপাতে ওমর ফারুক নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় কালাচাঁন (৬৫) ও কাসেম (৫২) নামে আরও দুজন গুরুতর আহত হয়েছে।

মঙ্গলবার (২৩ মে) সকাল সাড়ে ৮টার দিকে জয়শ্রী ইউনিয়নের বরইয়া নদীর শীমেরখাল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওমর ফারুক জয়শ্রী ইউনিয়নের বাদেহরিপুর গ্রামের আলীম উদ্দিনের ছেলে ও জয়শ্রী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র। কালাচাঁন ও কাসেমও বাদেহরিপুর গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার সকালে ওমর ফারুকসহ কয়েকজন বাদেহরিপুর থেকে নৌকায় করে ধান বিক্রির জন্য মধ্যনগর বাজারে নিয়ে যাচ্ছিল। সকাল সাড়ে ৮টার দিকে নৌকাটি বরইয়া নদীর শীমেরখাল নামক এলাকায় গেলে আকস্মিক বজ্রপাত হলে ওমর ফারক পানিতে পড়ে নিখোঁজ হয়। এ সময় কালাচাঁন ও কাসেম গুরুতর আহত হয়। পরে সকাল ১১টার দিকে স্থানীয় এলাকাবাসী ও পরিবারের লোকজন নদীতে জাল ফেলে ওমর ফারুকের মরদেহ উদ্ধার করে।

জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।