সুনামগঞ্জের ধর্মপাশায় জাতির জনক বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় জনতা মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে উক্ত খেলা অনুষ্ঠিত হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার, উপজেলা আওয়ামী লীগ ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, সহকারী কমিশনার (ভূমি) অলিদুজ্জামান, ধর্মপাশা থানার ওসি মো. মিজানুর রহমান, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন, ধর্মপাশা সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল, সেলবরষ ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা, মধ্যনগর ইউপি চেয়ারম্যান সঞ্জিব রঞ্জন তালুকদার, চামরদানী ইউপি চেয়ারম্যান আলমগীর খসরু, বংশীকুন্ডা উত্তর ইউপি চেয়ারম্যান নুর নবী হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবির, পল্লীজীবিকায়ন কর্মকর্তা তৌহিদুল ইসলাম সোহাগ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহ আব্দুল বারেক ছোটন, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পলাশ, সাংবাদিক সাজিদুল হক, এনামুল হক এনি, শহীদুল ইসলাম শাহীন, হাফিজুল হক, মহি উদ্দিন আরিফ প্রমুখ।
খেলার নির্ধারিত সময় শেষে মধ্যনগর ইউনিয়ন পরিষদকে ৩-০ গোলে পরাজিত করে ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদ জয় লাভ করে। পরে বিজয়ী ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।