বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে ধর্মঘট ডিঙিয়ে বিকল্প পথ বেছে নিয়েছেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সহস্রাধিক নেতাকর্মী।
শুক্রবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে চেপে অন্তত তিন শতাধিক নেতাকর্মী সিলেটের উদ্দেশে যাত্রা করেন।
বিএনপি নেতাকর্মীরা জানান, বাস ধর্মঘট থাকার কারণে দুইদিন আগে থেকেই ট্রেনযোগে গিয়ে সিলেটে অবস্থান করছেন কমলগঞ্জ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এদিকে অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে বাস মালিক সমিতির ডাকা ধর্মঘটে মৌলভীবাজারের মহাসড়কে বাস-মিনিবাস চলাচল বন্ধ থাকলেও অন্যান্য যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে যাত্রীদের অভিযোগ, বাস চলাচল বন্ধ থাকার সুযোগে অটোরিকশার ভাড়া বেশি নেওয়া হচ্ছে।
কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া শফি মুঠোফোনে বলেন, আমাদের সকল নেতাকর্মী ইতোমধ্যে ট্রেনসহ বিভিন্ন পন্থায় গণসমাবেশ সফল করতে সিলেটে গিয়ে সমাবেশস্থলে অবস্থান করছেন। কোনো বাধাই আমাদের আটকাতে পারেনি।