ধরাধরপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের অর্থ বিতরণ

সিলেট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, প্রবাসিরা নাড়ীর টানে এদেশের অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তাদের উপার্জিত টাকা দিয়ে দুর্যোগকালীন সময়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন, প্রবাসিরা দেশের অসহায় মানুষের কথা চিন্তা করে দেশের অবকাঠামো উন্নয়নে লক্ষে কাজ করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, ‘ধরাধরপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন তাদের মহতি উদ্যোগকে সাধুবাদ জানাই।’ তিনি এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

মঙ্গলবার রাতে দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের ধরাধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধরাধরপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উদ্যোগে বন্যা ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

ধরাধরপুর সমাজ কল্যাণ সমিতির সভাপতি আহমদ হোসেন রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিক্ষক গোলাম মোস্তফা কামালের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ও সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট নিজাম উদ্দিন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মজির উদ্দিন, সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল, সিলেট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি ও কুশিয়ারা ইন্টারনার ন্যাশনাল কনভেনশন হলের পরিচালক হুমায়ুন আহমদ, এসএমপির ট্রাফিক পুলিশ সার্জেন্ট আবু বক্কর শাওন, বাউল কল্যাণ সমিতি সিলেট বিভাগের সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল উদ্দিন রাসেল।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রজন্ম স্পোর্টস এন্ড কালচারাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের উপদেষ্টা গোলাম কিবরিয়া।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাবেক মেম্বার হাজী জয়নাল আহমদ, বর্তমান মেম্বার নাসির আহমদ, আব্দুল খালিক, সমাজসেবী মাজরুল ইসলাম শাকিল, প্রজন্ম স্পোর্টস এন্ড কালচারাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি রুমন আহমদ, সাধারণ সম্পাদক কামরান আহমদ, সিনিয়র সহ সভাপতি সরওয়ার হোসেন বাদল, সিনিয়র সদস্য তোফায়েল হোসেন মানিক, সাবেক সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, সাবেক সভাপতি মুহিবুর রহমান মুয়িন, সিনিয়র সদস্য ফখরুল ইসলাম বাদল, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সিনিয়র সদস্য শাকিল আহমদ, বর্তমান সহ সভাপতি সৌরভ আহমদ টিপু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, সমাজসেবা সম্পাদক ইফতেখার হোসেন, সহ সাংগঠনিক সুমন আহমদ আনছার, প্রচার সম্পাদক আশফাকুর রহমান, দপ্তর সম্পাদক সাজ্জাদ আহমদ, সহ দপ্তর সোহাগ আহমদ, কোষাধ্যক্ষ ফুয়াদ আহমদ, সহ ক্রীড়া সম্পাদক আল আমিন আহমদ, ধর্ম বিয়ষক সম্পাদক মাসুম আহমদ, সহ ধর্ম বিয়ষক সম্পাদক ইমরান হোসেন, কার্যকরী সদস্য সাইদুজ্জামান তমাল ও আতাউর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে ২২৭ জন বন্যায় ক্ষতিগ্রস্তের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১৭ লক্ষ ৫৪ হাজার ২৫০ টাকা নগদ বিতরণ করা হয়।