সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগ সরকার ১০ টাকা কেজিতে চাল খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে এখন ৬০ টাকায় চাল খাওয়াচ্ছে। শুধু চালই নয়, তেল, ডাল সহ সকল পণ্যের দাম এখন মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ আজ অতিষ্ঠ। মানুষ এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায়না। তাই আগামী দিনে আন্দোলন সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধভাবে শরিক হতে হবে।
বুধবার (১ জুন) দুপুরে গোলাপগঞ্জ উপজেলার পরগনা বাজার এলাকায় ফ্রান্স প্রবাসী সাবেক ছাত্রদল নেতা লায়েক আহমদ তালুকদারের সৌজন্যে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের প্রধান বক্তার বক্তব্যে সিলেট ৬ সাবেক সংসদ সদস্য প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী বলেন, ‘জনগণ এই সরকারকে আর চায়না। বন্যার মত দুর্যোগেও তারা জনগণের সাথে তামাশা করছে। আগামী নির্বাচনে জনগণ এর দাঁত ভাঙ্গা জবাব দেবে।’
এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য এডভোকেট মুজিবুর রহমান, এডভোকেট আবু তাহের, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট মামুন আহমদ রিপন, সিলেট জেলা বিএনপির সাবেক সদস্য সালেহ আহমদ গেদা, বাঘা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আহাদুর রহমান কামরুল, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল কাদির সেলিম, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহফুজ, জুবেল আহমদ, জিল্লুর রহমান খান, সেবুল আহমদ, রায়হান আহমদ, বাঘা ইউনিয়ন বিএনপির সাবেক ১ম যুগ্ম সাধারণ সম্পাদক রাহুল হোসেন শাহেল, বাঘা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জামাল আহমদ, গোলাপগন্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাছিতুর রহমান বাছিত, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য বদরুল হক, হোসেন আহমদ, জাকির হোসেন, মোর্শেদ আহমদ, মনসুর আহমেদ, সিলেট মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক জাহেদ আহমদ, সহ বৃত্তি ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহরিয়ার মতিন অভি, সিলেট জেলা ছাত্রদলের সদস্য নায়েফুল ইসলাম রনি, আবদুল ফাত্তাহ, সুফিয়ান আহমদ, রিয়াজ আহমদ, বদরুল আলম, বাঘা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল কাইয়ূম, সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান রুমাদ প্রমুখ।