জগন্নাথপুরে বন্যাদুর্গত মানুষের স্বাস্থ্যসেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প

সুনামগঞ্জের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল।

সোমবার (২৫ জুলাই) দিনভর সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের লামা টুকেরবাজার স্কুলে বন্যায় ক্ষতিগ্রস্ত ও এলাকার হতদরিদ্র মানুষকে উইমেন্স মেডিকেলের উদ্যোগে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও মেডিসিন প্রদান করা হয়ছে। ক্যাম্পে প্রায় ৬ শতাধিক মানুষকে ফ্রি ব্যবস্থাপত্র ও বিনামূল্যে ঔষুধ দেয়া হয়।

ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাসপাতালের স্পন্সর কোম্পানী হলি সিলেট হোল্ডিং লিমিটেডের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ফখরুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা বশির আহমদ, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. ফজলুর রহিম কায়সার, উদ্যোক্তা পরিচালক ড. সানোয়ার ইসলাম চৌধুরী। হাসপাতালের উদ্যোক্তা পরিচালক আব্দুল হান্নানের তত্বাবধানে অনুষ্ঠিত ক্যাম্পে মেডিকেল টীমের নেতৃত্ব দেন , মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগীয় প্রধান ও ত্রাণ কমিটির আহ্বায়ক প্রফেসর ডা. নজরুল ইসলাম ভূইঁয়া। হাসপাতালের অধ্যাপক ডা. আল মোহাইমিন, হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু শেখর দাস, সহকারী অধ্যাপক ডা. মারজান আহমদ ও ডা. আনোয়ার হোসাইনের নেতৃত্বে ২০ জন চিকিৎসক, নার্স ও স্টাফ মিলে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন।

মীরপুর লামা টুকেরবাজার স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ইলিয়াস আহমদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পে উপস্থিত থেকে সহযোগিতা করেন স্কুলের প্রধান শিক্ষক রুহুল আমীন ভুইয়া ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন। এছাড়া ক্যাম্পে প্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় সমাজসেবী ও স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত থেকে সহযোগিতা করেন।

উল্লেখ্য- বৃহত্তর সিলেটের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী ও চিকিৎসা সেবা দেয়ার জন্য ২৫ লক্ষ টাকার তহবিল গঠন করেন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালনা প্রতিষ্ঠান হলি সিলেট হোল্ডিং লিমিটেড। এই তহবিলে কলেজ এবং হাসপাতালের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের ১ দিনের বেতন গঠিত তহবিলে উৎসর্গ করেন। এই তহবিল থেকে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন বন্যাদূর্গত এলাকায় ধারাবাহিকভাবে ত্রাণ সামগ্রী বিতরণ ও চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। সিলেট উইমেন্স মেডিকেল কলেজের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

আগামী ২৮ জুলাই বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলার কলকলি ইউনিয়নে হলি সিলেট হোল্ডিং লিমিটেডের উদ্যোক্তা পরিচালক ডা. সানোয়ার ইসলাম চৌধুরীর ব্যবস্থাপনায় উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে আরো একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে।