দোয়ারায় শিয়ালের কামড়ে ১১ নারী-পুরুষ-শিশু আহত

সুনামগঞ্জের দোয়ারাবাজারে শিয়ালের কামড়ে শিশু নারী পুরুষসহ অন্তত ১১জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

জানা যায়, বুধবার সন্ধ্যার পর থেকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কিরণপাড়া, উরুরগাঁও, কুশিউড়া, বড়খাল ও মির্ধারপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

আহতরা হলেন, কিরণপাড়া গ্রামের হাতিম আলীর স্ত্রী বতাই বেগম (৪৫), প্রবাসী বোলন মিয়ার স্ত্রী রিনা বেগম (৩০), সারফুল ইসলামের স্ত্রী ছালেকা বেগম (৩৫), তাদের ৩ বছরের শিশু পুত্র ছায়মন, উরুরগাঁও গ্রামের রহম আলীর পুত্র বাবুল মিয়া ৩০), কুশিউড়া গ্রামের বাদল মিয়ার স্ত্রী জরিনা বেগম (৪৫)। এছাড়া তাৎক্ষণিকভাবে অন্যদের নাম ঠিকানা পাওয়া যায়নি।

এদিকে শিয়ালের কামড়ে আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে এসব গ্রামের মানুষদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে বাংলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোটারিয়ান মো. আবুল হোসেন স্থানীয়দের বরাত দিয়ে জানান, একটি পাগলা শিয়াল ইউনিয়নের বিভিন্ন গ্রামের লোজনকে কামড় দিয়েছে। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।