দোয়ারায় জাতীয় শোক দিবস পালিত

দোয়ারাবাজার উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, দোয়ারাবাজার সাব রেজিস্ট্রারের কার্যালয়, ইসলামী ফাউন্ডেশন, দোয়ারাবাজার থানা পুলিশ এর আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস উৎযাপন হয়েছে।

সাব রেজিস্টারের কার্যালয়ের উদ্যোগে কোরআন খতম দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে সকাল দশ ঘটিকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা দোয়া, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকার সভাপতিত্বে ১৫ আগস্ট “সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস- উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক, উপজেলা সহকারী কমিশনার ভূমি ফয়সাল আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেব দুলাল ধর, ইসলামী ফাউন্ডেশন সুপারভাইজার জয়নাল আবেদীন, উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার মোঃ সফর আলী প্রমুখ।

এদিকে বিকেলে ‘মা’ জননী কমিউনিটি সেন্টারে উপজেলা আওয়ামী লীগ আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে “সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলীর সভাপতিত্বে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবুল মিয়া সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ছাতক -দোয়ারাবাজারের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভির আশরাফি চৌধুরী বাবু, আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক, আমিরুল হক, সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম বীরপ্রতীক, পান্ডারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ, বোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মিলন খান, সাবেক চেয়ারম্যান আহাম্মদ আলী আপন, বাংলাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান যুবলীগের আহ্বায়ক জসিম আহমদ, এ্যাডভোকেট ছায়াদুর রহমান তালুকদার ছায়াদ, বরুন চন্দ্র দাস, আব্দুল হান্নান, অসিত তালুকদার, স্বেচ্ছাসেবক লীগ নেতা ছালিক মিয়া, আলী আকবর প্রমুখ।