সুনামগঞ্জের দোয়ারাবাজারে রাতের আঁধারে বাংলাবাজার ক্রিকেট লীগ (বিসিএল) এর খেলার মাঠে স্টেজ ভাঙচুর করেছে দুষ্কৃতিকারীরা।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাংলাবাজার হাসপাতাল মাঠে এ ঘটনা ঘটে। ওইদিন বিকেলে বিসিএলের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জানা যায়, মঙ্গলবার রাতের আধাঁরে দুষ্কৃতিকারীরা টুর্ণামেন্টের স্টেজ ভাঙচুরসহ ব্যানার-ফ্যাস্টুন ছিঁড়ে ফেলে। এতে ক্রিকেট টুর্ণামেন্ট কর্তৃপক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। খবর পেয়ে সরজমিন তদন্ত করেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক, সহকারী পুলিশ সুপার (ছাতক-দোয়ারাবাজার সার্কেল) রণজয় চন্দ্র মল্লিক, দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান।
এদিকে ওই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা এবং খেলার মাঠটি পুনরুদ্ধারের দাবিতে বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টুর্ণামেন্ট কর্তৃপক্ষ এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য জালাল উদ্দীন, মো.আবুল কাশেম মাস্টার, আব্দুল হাই, তোফায়েল আহমেদ, ডা: সালাহ উদ্দিন, আজিজুর রহমান, বিসিএল’র সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক আবু তাহের আবু তাহের, খসরু পারভেজ প্রমুখ।
এসময় বক্তারা বিসিএল’র স্টেজ ভাঙচুরের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার এবং গরু হাট কর্তৃপক্ষের কাছ থেকে খেলার মাঠটি পুনরুদ্ধারের দাবি জানান।