দোয়ারাবাজারে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। বৃহস্পতিবার দিনের শুরুতেই সকাল ১০ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে নানা কর্মসূচির মধ্যদিয়ে দোয়ারাবাজারে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করা হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, উপজেলা সহকারী কমিশনার ভূমি ফজলে রাব্বানী চৌধুরী, দোয়ারাবাজার উপজেলা প্রকৌশলী মো. আব্দুল হামিদ, উপজেলা শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ মহশিন, বিআরডিবি অফিসার সাহিনুর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন মাওলানা জিয়া উদ্দিন, সাবেক ইউপি সদস্য যুবরাজ, দোয়ারাবাজার প্রেসক্লাবের উপদেষ্টা সাংবাদিক বজলুর রহমানসহ বিভিন্ন অফিসে কর্মরত কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষক নেতৃবৃন্দ।