দিরাই স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলে রাখা অ্যাম্বুলেন্স সচলের দাবি

সুনামগঞ্জের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফেলে রাখা এ্যাম্বুলেন্স সচলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

রক্তদাতা ও স্বেচ্ছাসেবী সংঘ’র আয়োজনে বৃহষ্পতিবার (২০ এপ্রিল) বিকাল ৫ টায় দিরাই থানা পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

রক্তদাতা ও স্বেচ্ছাসেবী সংঘ’র আহ্বায়ক মো. ফারহানুল হকের সভাপতিত্বে ও যুগ্ম সচিব সুবীর চন্দ্র দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক সিনিয়র সহসভাপতি মনোয়ার হোসেন রাজীব, সাবেক যুগ্ম সম্পাদক জাহেদ মিয়া, সদস্য মাহমুদ রানা, আমজাদ সর্দার, সায়েম, দিদার রহমান টুটুল দাস, রতন তালুকদার, তাপস দাস, সজীব রশীদ চৌধুরী প্রমুখ।

এসময় বক্তারা দিরাই, শাল্লাসহ উপকারভোগী সকল অসহায় রোগীদের স্বার্থে অনতিবিলম্বে ফেলে রাখা অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করার দাবি করেন।

মানববন্ধনে সাধারণ জনতা স্বঃতস্ফুর্ত অংশগ্রহণ করে দাবির সাথে একাত্মতা ঘোষণা করেন। এসময় আয়োজকদের পক্ষ থেকে সকল অংশগ্রহনকারীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।