সুনামগঞ্জের দিরাইয়ে কালনী নদীতে গোসল করতে গিয়ে আদি বর্মন (১৩) নামে অষ্টম শ্রেণী শিক্ষার্থীর সলিল সমাধির খবর পাওয়া গেছে। সে উত্তর চান্দপুর গ্রামের লিটন বর্মনের ছেলে।
সোমবার (০৯ অক্টোবর) দুপুরের দিকে তার মা ও পিসির সাথে কালনী নদীতে গোসল করতে গিয়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গোসলে নেমে আদি বর্মন সাঁতরে নদীর মাঝামাঝি চলে যায়। ফিরতে চাইলে স্রোতের কবল পড়ে তলিয়ে যায়। এসময় তার মা ও পিসি এগিয়েও তাকে উদ্ধার করতে পারেনি। খবর পেয়ে দিরাই ফায়ার সার্ভিস ডুবরী টিম ঘটনাস্থলে উদ্ধার অভিযানে নামে। সন্ধ্যায় এ রিপোর্ট লিখা পর্যন্ত তাকে উদ্ধার করা যায়নি।
ফায়ার সার্ভিসের ডুবরী টিমের ইনচার্জ আলী হায়দার জানান, ‘খবর পেয়ে আমরা ৩টার দিকে ঘটনাস্থলে যাই এবং উদ্ধার অভিযান শুরু করি। নদীতে স্রোতের তীব্রতায় লাশ উদ্ধার সম্ভব হয়নি। সন্ধ্যা হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান বন্ধ রয়েছে। আগামীকাল আমরা উদ্ধার অভিযানে নামবো।’