সুনামগঞ্জের দিরাইয়ে দিরাই থানা পুলিশ প্রশাসনের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
পৌর মেয়র বিশ্বজিৎ রায়ের সভাপতিত্বে ও দিরাই থানা সেকেন্ড অফিসার এসআই আব্দস সত্তার’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) শহিদুল ইসলাম মুন্সী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোক্তাদির হোসেন, ওসি তদন্ত আকরাম হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা আসাদ উল্লা, প্যানেল মেয়র লিটন রায়, দিরাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, কাউন্সিলর এবিএম মাসুম প্রদীপ, জুয়েল তালুকদার, দিরাই কলেজ রোড ব্যবসায়ী সমিতির সভাপতি সেলিম আহমেদ চৌধুরী, যুগ্ম সম্পাদক নিয়াজ মাহমুদ রিপন প্রমূখ।
সভায় আইনশৃঙ্খলা সহ সার্বিক বিষয়ে আলোচনা ও জনহিতকর বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পৌরসভার বিচ্ছিন্ন চুরি রোধ পৌর শহরের বাজায় এলাকায় সিসি ক্যামরা লাগানোর প্রয়োজনীয়তা সভায় সর্বসম্মতি সহমত পোষন করা।