দক্ষিণ সুরমায় মাদকসহ আটক ১

সিলেটের দক্ষিণ সুরমায় অভিযান চালিয়ে গাঁজাসহ একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার ভার্থখলা এলাকা থেকে তাকে আটক করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক হওয়া- আশিক ভূইয়া (২৮) কুমিল্লা জেলার হোমনা থানার মনিপুর গ্রামের মৃত এনামুল হক ভূইয়ার ছেলে। বর্তমানে তিনি দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকার সুইপার কলোনীর বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দক্ষিণ সুরমার ভার্থখলা সাকিনস্থ শাহেদ মিয়ার দোকানের পেছন হতে একজনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে সাদা কাগজে মোড়ানো ১৭২ পুরিয়া গাঁজা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দক্ষিণ সুরমা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ‘আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।’