তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ জুলাই) বিকেল ৩টায় সিসিক কাউন্সিলর নাজনীন আক্তার কনার কার্যালয়ে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এতে সার্বিক সহযোগিতা করে ভারতের ব্যাঙ্গালোরের সাইটকেয়ার ক্যান্সার হাসপাতাল। চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডা. আবেদুল রহমান ও ডা. মানিক। এ সময় ২৩৬ জন রোগীকে ওষুধসহ ব্যবস্থাপত্র প্রদান করা হয়।
মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন কাউন্সিলর নাজনীন আক্তার কনা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভারতের ব্যাঙ্গালোরের সাইটকেয়ার ক্যান্সার হাসপাতালের পক্ষে মো. জলিল, তৃণমূল সংগঠনের কেন্দ্রীয় সিও হিমাংশু মিত্র, কেন্দ্রীয় জাতীয় সমন্বয়কারী অনিতা দাস গুপ্তা, জেলা সভাপতি নাদিরা চৌধুরী রুমু, ফাতেমা আক্তার প্রমুখ।
এ সময় বন্যাকবলিত শিক্ষার্থীদের মাঝে কলম ও খাতাসহ শিক্ষাসামগ্রী তুলে দেন আমন্ত্রিত অতিথিসহ তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির (গ্রাসরুটস) নেতৃবৃন্দ।