তাহিরপুরে সাকিব হত্যাকাণ্ডে মামলা দায়ের

সুনামগঞ্জের তাহিরপুরে সাকিব রহমান (২৫) নামে এক যুবককে রাস্তা থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা হয়েছে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) রাতে ১০ জনের নাম উল্লেখ করে তাহিরপুর থানায় মামলাটি করেন নিহত সাকিব রহমানের (২৫) পিতা মো. মুজিবুর মিয়া।

মামলায় আসামিরা হলেন, ঘাগটিয়া গ্রামের সাদেক আলী তালুকদারের ছেলে মোশাররফ হোসেন তালুকদার (৭৫), মহিনুর তালুকদার (৫৫), মোশাহিদ হোসেন তালুকদার (৪৫), মহিনুর তালুকদারের ছেলে রাফি তালুকদার (২৫), মোশাররফ হোসেন তালুকদারের ছেলে মোনায়েম হোসেন তালুকদার রাজু (৩২), মৃত মকবুল হোসেনের ছেলে নুরুজ আলী (৫৮), নুরুজ আলীর ছেলে কাহার (৩২) ও বাহার (২৭), হাদিছ তালুকদারের ছেলে ফটল তালুকদার (৩৫) এবং রাজা মিয়ার ছেলে সামছু মিয়াসহ (৪৮) অজ্ঞাতনামা ৪ জন।

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারিনি পুলিশ। মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

প্রসঙ্গত, মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সোমবার (২৪ এপ্রিল) রাত ১১টায় উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের মুজিবুর মিয়ার ছেলে সাকিব রহমানকে (২৫) উল্লেখিত আসামিরা গ্রামের উল্লাসের মোড় থেকে জোরপূর্বক তুলে নিয়ে অমানুষিক নির্যাতন করে হাত-পা ভেঙে ও নক উপড়ে হত্যা করে।