সুনামগঞ্জের তাহিরপুরে বন্যায় বানভাসি মানুষের জন্য বিমানবাহিনীর দেওয়া ত্রাণসামগ্রী নিতে গিয়ে ছয়জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার (২০ জুন) দুপুরে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ত্রাণসামগ্রী ছুড়ে ফেলার সময় ত্রাণ নিতে গিয়ে বন্যার্তদের এলোপাতাড়ি দৌড়াদৌড়িতে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবির জানান, আমি ঘটনাটা শুনেছি আমি হাসপাতালে যাব। শুনেছি একজনের অবস্থা খারাপ তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বাকিদের উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
জানা যায়, আহতদের মধ্যে তাহিরপুর সদর ইউনিয়নের বাসিন্দা ইউসুফ মিয়া, সায়েম মিয়া, লুৎফুর রহমানসহ সবাইকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।