তাহিরপুরে প্রাথমিক শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে মতবিনিময়

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।

আজ শনিবার (২২ জুলাই) সকাল ১১টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এর আয়োজন করেন প্রাথমিক শিক্ষা ও স্বাস্থ্যসেবা পরিবার। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।

অনুষ্টানে নোয়ানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখর রায় ও প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক গোলাম সরোয়ার লিটন এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহাব উদ্দিন, ইউএইচএফপিও ডা. মির্জা রিয়াদ হাসান, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক অমল কান্তি কর, যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি অজয় দে, স্বাস্থ্য পরিদর্শক বিকাশ রঞ্জন তালুকদার, প্রধান শিক্ষক মুবাশ্বির আলী, আজিজুল হক, নারায়ন চক্রবর্তী, সহকারি শিক্ষক হোসেন আহমদ তৌফিক, মুতাসিম বিল্লাহ শিপ্রা রায় প্রমূখ।

সিলেট ভয়েস/এএইচএম