তাহিরপুরে আগুনে পুড়ল ৫ দোকান

সুনামগঞ্জের তাহিরপুরে আগুন লেগে ৫টি দোকান পুড়ে গেছে। এসময় আগুন নেভাতে গিয়ে তিনজন আহত হয়েছেন। এরমধ্যে নিরব নামের এক কিশোরকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৯ জুলাই) রাত সাড়ে দশটার দিকে উপজেলার শ্রীপুর বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত ঘটেছে।

জানা গেছে, আগুন লাগার বিষয়টি বাজারের নৈশ প্রহরী প্রথমে সবাইকে জানান। খবর পেয়ে ব্যবসায়ী ও গ্রামের লোকজন মিলে ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ক্ষতিগ্রস্থরা বলছেন, এতে অন্তত ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

শ্রীপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক শামনূর আখঞ্জী বলেন, আগুন কিভাবে লেগেছে জানি না। খবর পেয়ে বাজারে এসে দেখি কয়েকটি দোকান পুড়ে ছারখার। এতে ব্যবসায়ীদের অন্তত বিশ থেকে পঁচিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায়। দেখলাম আগুনে ৫/৬টি দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থদের সহযোগিতা করা হবে।

সিলেট ভয়েস/এএইচএম