টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। শনিবার (২৩ সেপ্টেম্বর) মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠান অধিনায়ক লকি ফার্গুসন।

সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টি কারণে পরিত্যক্ত হয়েছিল। এই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। তানজিম সাকিব ও নুরুল হাসান সোহান নেই একাদশে। তার পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন খালেদ আহমেদ ও হাসান মাহমুদ।

অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে নিউজিল্যান্ড। এই ম্যাচ জিতে সিরিজে লিড নিতে চায় বাংলাদেশ। প্রথম ম্যাচ ভালো বোলিংয়ের পরও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় প্রথম ওয়ানডে।

বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান ও খালেদ আহমেদ।

নিউজিল্যান্ড একাদশ : ফিন অ্যালেন, উইল ইয়াং, চ্যাড বোয়েস, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, রাচিন রবীন্দ্র, কোল ম্যাকনকি, ইশ সোধি, কাইল জেমিসন, লকি ফার্গুসন (অধিনায়ক) ও ট্রেন্ট বোল্ট।

সিলেট ভয়েস/এএইচএম