টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান, মুখোমুখি দক্ষিণ আফ্রিকা

আগেই বিশ্বকাপের সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। আজ ম্যাচটি তাদের জন্য নিছক আনুষ্ঠানিকতার। সেমিফাইনাল ম্যাচের আগে এ ম্যাচে জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চাইবে প্রোটিয়ারা। অন্যদিকে সেমিফাইনালে ওঠার জন্য জয়ের বিকল্প নেই আফগানিস্তানের সামনে।

বিশ্বকাপ ক্রিকেটের এবারের আসরের ৪২তম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান।

ভারতের আহমেদাবাদে শুক্রবার দিবারাত্রির এ ম্যাচে আগে বোলিং পেয়েছে শক্তিশালী দক্ষিণ আফ্রিকা।

এক ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপে সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। আজ ম্যাচটি তাদের জন্য নিছক আনুষ্ঠানিকতার। সেমিফাইনাল ম্যাচের আগে এ ম্যাচে জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চাইবে প্রোটিয়ারা। অন্যদিকে সেমিফাইনালে ওঠার জন্য জয়ের বিকল্প নেই আফগানিস্তানের সামনে।

আরও পড়ুন : বিশ্বকাপ ব্যর্থতায় চাকরি হারাতে যাচ্ছেন নান্নু-বাশার!

আফগানিস্তান একাদশ : রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শহিদি, আজমতুল্লাহ ওমরজাই, ইকরাম আলিখিল, মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমান, নুর আহমেদ ও নাভিন-উল-হক।

দক্ষিণ আফ্রিকা একাদশ : কুইন্টন ডি কক, টেম্বা বাভুমা, রাসি ভ্যান দার দুসেন, এইডেন মার্কর‌্যাম, হেইনরিচ ক্লাসেন, ডেভিড মিলার, অ্যান্ডিল ফেহলুকওয়াইয়ো, জেরাল্ড কোটজি, কেশব মহারাজ, কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিডি।