জুড়ীতে ইউপি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল

আগামী ২৯ ডিসেম্বর হতে যাচ্ছে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়ন পরিষদের নির্বাচন। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে প্রার্থীরা উৎসাহ-উদ্দীপনা নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন।

এ ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩ জন। তারা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মাসুক আহমদ, সাবেক ইউপি সদস্য মোস্তফা মিয়া ও সাবেক চেয়ারম্যান মরহুম ফয়াজ আলীর ছেলে আব্দুল আলিম সেলু।

এছাড়া ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ৪৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৩ ডিসেম্বর, ১০ প্রত্যাহার ও ১১ ডিসেম্বর প্রতীক বরাদ্দ হবে।

উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।