বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে জামিন দেননি আদালত।
সোমবার (২৩ সেপ্টেম্বর ) সকাল সাড়ে ১০ টায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক নির্জন কুমার মৈত্র এর জামিন আবেদন না মঞ্জুর করেন।আদালতে বিপুল সংখ্যক আইনজীবীর উপস্থিতিতে জামিন আবেদনের পক্ষে-বিপক্ষে শুনানি হয়। এসময় এম এ মান্নানের আইনজীবীরা আদলতে জামিন আবেদন করে।
তারা জানান, ৪ আগস্টের ঘটনায় এম এ মান্নান সম্পৃক্ত না। তিনি সেদিন ঘটনাস্থলে ছিলেন না। এম এ মান্নানের শারীরিক অসুস্থতা বিবেচনা করে জামিন আবেদন করেন তারা। আসামী পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট মিজানুর রহমান।
এসময় বাদি পক্ষের আইনজীবী জামিন আবেদনের বিরোধিতা করে এডভোকেট আব্দুল হক বলেন, সুনামগঞ্জের সাধারণ ছাত্র আন্দোলনের মাস্টারমাইন্ড ছিলেন এম এ মান্নান। তার নির্দেশে ৪ তারিখে হামলা হয়। এজন্য তিনি জামিন পেতে পারেন না।
তিনি আরও বলেন, তার পরিকল্পনায় দেশে ও সুনামগঞ্জে মেগা প্রকল্প বাস্তবায়ন হয়েছে। সেখানে অনেক অনিয়ম দুর্নীতি করেছে সরকার। তাই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সুষ্ঠ বিচার দাবি করছি।