আজ (৬ এপ্রিল) দেশ এবং বিশ্বব্যাপী পালিত হবে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস। দিবসটিকে ঘিরে এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘ক্রীড়াঙ্গনের উন্নয়ন, শেখ হাসিনার দর্শন’।
দিবসটি পালনের লক্ষ্যে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে আলোচনা সভা ও র্যালি। সকাল ১০টায় শেখ রাসেল রোলার স্কেটিংয়ে অনুষ্ঠিত হবে আলোচনা সভা।
সাড়ে দশটায় যুব ও ক্রাড়া মন্ত্রী নাজমুল হাসানের নেতৃত্বে একটি র্যালিতে অংশ নেবে দেশের প্রায় সব ক্রীড়া ফেডারেশনই। র্যালিটি শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স, পুরানা পল্টন, ঢাকা থেকে শুরু করে হাইকোর্ট, শিক্ষা ভবন হয়ে জাতীয় ক্রীড়া পরিষদে গিয়ে শেষ হবে।
এছাড়া দিবসটি উপলক্ষে বিশেষ টুর্নামেন্টের আয়োজন করছে তায়কোয়ান্দো ফেডারেশন।
উল্লেখ্য, ২০১৭ সাল থেকে প্রতিবছর ৬ এপ্রিল জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালিত হয়ে আসছে বাংলাদেশে।