জনগণ শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন চায় : পরিকল্পনা মন্ত্রী

পরিকল্পনা মন্ত্রী ও সুনামগঞ্জের কৃতিসন্তান এম এ মান্নান বলেছেন, দেশে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, আন্দোলন করে লাভ হবে না। জনগণ নির্বাচন চায়, ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করতে চায়। শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন চায়।

দেশে উন্নয়নের জোয়ার উঠেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে। ৭ জানুয়ারি নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন।

রোববার (১৬ নভেম্বর) জগন্নাথপুর ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয় উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

জগন্নাথপুর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন পরবর্তী জগন্নাথপুর পৌরসভার ঐতিহ্যবাহী ছিক্কা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শান্তি ও উন্নয়ন সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন।

উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আনহার মিয়ার সভাপতিত্বে ও সাবেক পৌর কাউন্সিলর দেলোয়ার হোসাইনের পরিচালনায় এতে বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সিদ্দিক আহমেদ, জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সীতাংশু রঞ্জন ধর সিতু, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, জেলা পরিষদ সদস্য মাহাতাবুল হাসান সমুজ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, প্যানেল মেয়র সাফরোজ ইসলাম, কাউন্সিলর সফিকুল হক, উপজেলা শ্রমিক লীগ সভাপতি নুরুল হক, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন প্রমুখ।

এর আগে মন্ত্রী উপজেলার কেশবপুর, এরালিয়া বাজার, মাজেদা খানম ও আবদুস সোবহান উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভায় বক্তব্য দেন।