জনগণকে বিদ্যুৎবিহীন অন্ধকারে রাখছে সরকার : মিজান চৌধুরী

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, ‘আওয়ামী লীগ সরকারের এমপি, মন্ত্রীরা মুখে বড় বড় কথা বললেও তাদেরকে জনগণের পাশে দাঁড়াতে দেখা যায়নি। জনবিচ্ছিন্ন সরকার যেখানে জনগণকে বিপদগ্রস্ত অবস্থায় ফেলে নিজেরা ভোগ বিলাসে মত্ত সেখানে বিগত ১৫ বৎসর ধরে এই সরকারের হাতে চরমভাবে নির্যাতিত ও নিষ্পেষিত জনগণের দল বিএনপি জনমানুষের সাথে সম্পৃক্ত থেকে জনগণের এই চরম দুর্গতিতে বিপদ থেকে উত্তরণে দিবানিশি কাজ করে যাচ্ছে।’

তিনি আরো বলেন, ‘আজ কুইক রেন্টালের নামে কুইক মানি বানিয়ে এখন জনগণকে সারাদিন বিদ্যুৎবিহীন অন্ধকারে রাখছে এই সরকার। বিদ্যুৎ অভাবে শিল্প কারখানা বন্ধ হতে চলছে, ভয়াবহ অর্থনৈতিক সংকটের সম্মুখীন আজ বাংলাদেশ। কিন্তু এই জনবিচ্ছিন্ন সরকার রয়েছে লুটপাট আর ভোগবিলাসে মত্ত। এলাকার এমপি, মন্ত্রী মানুষের দূর্ভোগের সময় বিদেশে পাড়ি দিয়ে আরাম আয়াস করছেন। এদের পতন ছাড়া জাতির মুক্তি নেই।’

বৃহস্পতিবার (২১ জুলাই) দক্ষিণ ছাতক এলাকায় দোলারবাজার ইউনিয়নের কুর্শী, রাউলী, কাটাশলা, জাহিদপুর, চানপুর, শেরপুরসহ দোলারবাজার এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানের তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

খাদ্য সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন, ছাতক উপজেলার খুরমা ইউনিয়নের সাবেক মো. নিজাম উদ্দিন, ছাতকের ব্যবসায়ী আবু হুরায়রা সুরত, দোলারবাজার ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আলম, দোলারবাজারের ব্যবসায়ী আলী আমজদ, শিক্ষা অনুরাগী মতিউর রহমান, ব্যবসায়ী মুশফিক আহমদ, সাদিকুর রহমান সাদিক, সদরুল আমিন সোহান, সৈয়দ মনসুর আলী, মানিক মিয়া, উসমান মিয়া, নজরুল ইসলাম, বাবুল ইসলাম সহ নেতৃবৃন্দ।