জগন্নাথপুর উপজেলার চেয়ারম্যান আর নেই

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। সোমবার (২৬ ডিসেম্বর) দিনগত রাত ১টায় তিনি মারা যান।

পারিবারিক সূত্র জানায়, আকমল হোসেনের ছেলে-মেয়েরা যুক্তরাজ্য থেকে দেশে ফেরার পর আগামী বৃহস্পতিবার আকমল হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন হবে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় সিলেট নগরীর নাইওরপুল জামে মসজিদে আকমল হোসেনের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। বেলা আড়াইটায় জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের শ্রীরামসি স্কুলের মাঠে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

শ্রীরামসি গ্রামের সন্তান আকমল হোসেন দুইবার মীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও একবার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তাঁর মৃত্যুতে উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আকমল হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমেদ, জগন্নাথপুরের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন ও নারী ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথি। তারা গভীর মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।