জগন্নাথপুরে পাশের হারে এগিয়ে মাদ্রাসার শিক্ষার্থীরা

সোমবার (২৮ নভেম্বর) প্রকাশ করা হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। এতে সুনামগঞ্জের জগন্নাথপুরে পাশের হারে স্কুলের চেয়ে মাদ্রাসা এগিয়ে রয়েছে।

জগন্নাথপুর শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৩০টি বিদ্যালয় থেকে মোট ২ হাজার ২৭৫ জন পরীক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ১ হাজার ৯১০ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। অকৃতকার্য হয়েছে ৩৬৫ জন শিক্ষার্থী। পাসের হার ৮৩ দশমিক ৯৬ এবং ২১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছে ৭৯ জন।

অন্যদিকে, উপজেলার ১৮টি মাদ্রাসা থেকে ৭১৩ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিয়ে ৫৯৯ জন কৃতকার্য ও ১১৪ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। পাসের হার ৮৪ দশমিক ০১। এর মধ্যে ৩টি প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছে ৪ জন শিক্ষার্থী।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মোখলেছুর রহমান জানান, স্কুল ও মাদ্রাসা মিলিয়ে এবার ভালো ফলাফল হয়েছে। জিপিএ-৫ আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। আর মাদ্রাসার শিক্ষার্থীরা এবার ভালো ফলাফল করেছে।