জগন্নাথপুরে ৩২৫ জনের হাতে সমাজসেবার চেক

সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ৩২৫ জনকে ১৮ হাজার টাকা করে চেক বিতরণ করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্পের অধীনে প্রশিক্ষণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ৩২৫ জন প্রশিক্ষণার্থীর মাঝে আর্থিক অনুদানের চেক ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা সমাজসেবা কার্যালয়।

শুক্রবার (০২ ডিসেম্বর) সকাল ১০টায় জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার সাজিদুল ইসলামের সভাপতিত্বে উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিল্লাল হোসেনের পরিচালনায় চেক ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান।

বিশেষ অতিথি ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, সমাজসেবা কর্মকতা বিল্লাল হোসেন।

অনুষ্ঠানে মন্ত্রী কামার, কুমার, জুতা মেরামত/প্রস্তুতকারী, নাপিত, কাঁসা-পিতল পণ্য প্রস্তুতকারী বিভিন্ন পেশার ৩২৫ জন প্রশিক্ষণার্থীর প্রত্যেককে ১৮ হাজার টাকা করে মোট ৫৮ লক্ষ ৫০ হাজার টাকা ও সনদ তুলে দেন।

পরে মন্ত্রী এমএ মান্নান ইকড়ছই গ্রামের জগন্নাথপুর পৌরসভার প্রথম মেয়র মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ ভুইয়ার কবর জিয়ারত ও আলোচনা সভায় যোগ দেন।