আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে দেশজুড়ে। একই সাথে ভোটের মাঠের নিরাপত্তায় রয়েছে বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার সদস্যরা।
শুক্রবার (৫ জানুয়ারি) সুনামগঞ্জের জগন্নাথপুরের বিভিন্ন সড়কে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের টহল দেখা গেছে।
নির্বাচনী প্রচারনা বন্ধ হবার পর থেকেই সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে টহল জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
জগন্নাথপুরের সহকারী রিটার্নিং অফিসার ও জগন্নাথপুর নির্বাহী অফিসার আল বশিরুল ইসলাম জানান, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে সশস্ত্র বাহিনী নিয়োজিত। এছাড়াও ভোটের মাঠে নিরাপত্তা জোরদার করতে প্রয়োজনীয় সংখ্যক র্যাব ও পুলিশের টহল জোরদার করা হয়েছে।
বাহিনীগুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে এলাকাভিত্তিক টহল পরিচালিত হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান, ভোট নির্বিঘ্ন করতে শনিবার (৬ জানুয়ারি) মধ্যরাত ১২টা থেকে ৭ জানুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস, ট্রাক ইত্যাদি চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একই সঙ্গে শুক্রবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে সোমবার (৮ জানুয়ারি) দিবাগত রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে জরুরী সেবাসমূহ এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।