জগন্নাথপুরে রানীগঞ্জ সেতুতে ৬টি মোটরসাইকেল আটক

সুনামগঞ্জের জগন্নাথপুরের রানীগঞ্জ সেতুর প্রবেশ মুখে চেক পোস্ট বসিয়ে ৬টি রেজিস্ট্রেশনবিহীন মোটর সাইকেল আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ জুলাই) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে ট্রাফিক পুলিশের এই চেক পোস্ট।

জানা যায়, রানীগঞ্জ সেতু উদ্বোধন হওয়ার পর থেকে উঠতি বয়সি কিছু তরুণ সেতুর উপর দিয়ে দ্রুত গতিতে গাড়ী চালানোসহ রেজিস্ট্রেশনবিহীন মোটর সাইকেল চালিয়ে আসেছে। এতে ঘটছে দিয়ে বিভিন্ন ধরনের দুর্ঘটনা। বিভিন্ন সময় স্থানীয়ভাবে বিষয়টি চালকদের বললেও কেউ শুনতে রাজি ছিল না এসব কথা। সেতু উদ্বোধনের আগ থেকে শুরু হয়ে প্রায় পাঁচ থেকে সাতটা দুর্ঘটনা ঘটেছে সেখানে।

জগন্নাথপুর থানার ট্রাফিক বিভাগের সার্জেন্ট এসআই টিপু মিয়া জানান, আমরা বিভিন্ন সময় শুনে আসছি এ রোডে প্রচুর পরিমানের রেজিস্ট্রেশন বিহীন মোটর সাইকেল চলাচল করছে। এরই প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে ৬টি মোটর সাইকেল আটক করি। মোটর সাইকেলগুলোর বিরুদ্ধে মোটরযান আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত মোটর সাইকেল জগন্নাথপুর থানা হেফাজতে রয়েছে।