জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

সুনামগঞ্জের জগন্নাথপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে সূর্যোদয়ের সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপনের শুভ সূচনা করে উপজেলা প্রশাসন।

প্রত্যুষে কেন্দ্রীয় শহীদ মিনারে বীর শহীদদের প্রতি স্মরণে পুষ্পস্তবক অর্পণ শেষে সরকারি, আধা-সরকারি, বেসরকারি ভবন ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদার সাথে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন স্ব-স্ব প্রতিষ্ঠান প্রধান ও মালিকগণ।

দিবসটি উপলক্ষে সকাল ৯টায় জগন্নাথপুর আর্ট স্কুলে শিশুদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতা, দিনব্যাপী উপজেলায় বিজয় মেলা, চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্প পণ্যের আয়োজন করা হয়।

এছাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সকাল ১১টায় বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয় এবং সন্ধ্যা ৬টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। জগন্নাথপুর উপজেলার সরকারি, বেসরকারি, স্কুল কলেজ ও মাদ্রাসায় এবং বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন মহান বিজয় উদযাপন উপলক্ষে নানান আয়োজনের মধ্যদিয়ে পালন করছেন।

দিনব্যাপী বিজয় দিবসের বিভিন্ন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাউসার আহমেদ, উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ, জগন্নাথপুর থানার ওসি রুহুল আমীন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুম বিল্লাহ সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।