বিশ্বনাথে ২য় ডে-নাইট ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধন

বিশ্বনাথ উপজেলার ৭নং দেওকলস ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম আর টুনু তালুকদার বলেছেন, খেলাধুলার মূল কথা হলো প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করা। সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের কোনো বিকল্প নেই।

তিনি বলেন, খেলাধুলার সঙ্গে স্বাস্থ্য ও মনের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। প্রতিযোগিতামূলক মনোভাব খেলোয়াড়দের মধ্যে তৈরী করে শৃঙ্খলাবোধ, অধ্যবসায়, দায়িত্ববোধ, কর্তব্যপরায়ণতা ও পেশাদারিত্ব। খেলাধুলা জীবনকে করে সুন্দর, পরিশীলিত।

বুধবার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলার বড়ধিরারাই সাদপুর এসএন স্পোর্টিং ক্লাবের আয়োজনে ২য় ডে-নাইট ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

৬ নং দেওকলস ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সভাপতি আছকর আলীর সভাপতিত্বে ও সোহেল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক, ক্রীড়ানুরাগী ও যুক্তরাজ্য প্রবাসি আবুল কালাম।

এসময় হাফিজ, লায়েক, শামীমসহ স্থানীয় মুরব্বি ও তরুণ সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।