জগন্নাথপুরে মৎস্যচাষীদের প্রশিক্ষণ ও মাছের খাবার বিতরণ

ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ ২ প্রজেক্ট এর আওতায় ২০২২-২৩ অর্থ বছরে উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়, জগন্নাথপুর, কর্তৃক সিআইজি মৎস্যচাষিদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে। একইসাথে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের ২০ মৎস্যচাষীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় জগন্নাথপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রশিক্ষণ দেন সুনামগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা সুনিল মন্ডল, সিনিয়র মৎস্য কর্মকর্তা ছাতক সিমা রানী বিশ্বাস।

প্রশিক্ষণ শেষে উপজেলার ১২ মৎস্য চাষীর মাঝে চারজনকে পাঁচ হাজার কেজি তেলাপিয়া মাছের পোনা এবং ৮ জনকে ৮৫ কেজি মাছের খাবার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা সুনিল মন্ডল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ছাতক সিমা রানী বিশ্বাস, জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার সাজিদুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আক্তারুজ্জামান, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঙ্গুর মিয়া।

এছাড়া সরকারি কর্মকর্তা, সাংবাদিক, জেলা ও উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তাগণসহ উপকারভোগি মৎস্য চাষীরা এ সময় উপস্থিত ছিলেন।