দেশব্যাপী চলমান ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের বিনামূল্যে এই ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। সারাদেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুরে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। উপজেলার ২১৮ টি কেন্দ্রে প্রায় ১০ হাজার ৮ শ ১২ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল।
শনিবার (১ জুন) সকাল সাড়ে ৮ টায় জগন্নাথপুর পৌর সভায় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ক্যাম্পেইনের উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা সির্ভিল সার্জন ডা. মোহাম্মদ হোসেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম, পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শারমিন আরা আশা, ডা. তানজিম হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রশিদ ভূইয়া, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, পৌর সভার প্যানেল মেয়র সাফরুজ ইসলাম, সাংবাদিক গোবিন্দ দেব, গোলাম সারোয়ার সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন স্থলের কর্মকর্তা বৃন্দ।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সারমিন আরা আশা জানান, জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনে ২১৮ টি কেন্দ্রে মোট ১০ হাজার ৮ শ ১২ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এদের মধ্য ৬ থেকে ১১ মাস বয়সী ১ হাজার ৮৭ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল আর ১২ থেকে ৫৯ মাস বয়সী ৯ হাজার ৭শ ২৫ জন শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।