সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে হারুন রাশীদ মনোনয়নপত্র প্রত্যাহার না করায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নুরুল ইসলামকে বিদ্রোহী প্রার্থীর মোকাবিলা করতে হবে।
উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি হারুন রাশীদ স্থানীয় রাজনীতিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আজিজুস সামাদের অনুসারী হিসেবে পরিচিত। আজিজুস সামাদ এর আগে গত শনিবার রাতে হারুনের বাড়িতে গিয়ে তাঁকে মনোনয়নপত্র প্রত্যাহারের অনুরোধ করেন। তবে হারুন তাঁর অনুরোধ রাখেননি।
আওয়ামীলীগ মনোনিত প্রার্থী নুরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর আদর্শের কোনো কর্মী দলের সিদ্ধান্তের বাইরে যেতে পারেন না। তিনি আশাবাদী, সবাই নৌকার বিজয় সুনিশ্চিত করতে কাজ করবেন।
বিদ্রোহী প্রার্থী হারুন রাশীদ বলেন, ‘জীবনের শেষবেলায় চলে এসেছি। এলাকাবাসীর অনুরোধে প্রার্থী হয়েছি।’
আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা বলেন, ২০০৫ সালে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সংসদ সদস্য আবদুস সামাদ আজাদের মৃত্যুর পর সুনামগঞ্জ-৩ আসনে দলীয় মনোনয়ন নিয়ে তাঁর ছেলে আজিজুস সামাদ এবং বর্তমান সংসদ সদস্য ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মধ্যে রাজনৈতিক বিরোধ দেখা দেয়। ২০০৮ সাল থেকে এ আসনে দলের মনোনয়ন পান এম এ মান্নান। আজিজুস সামাদ মনোনয়নবঞ্চিত হলেও এলাকায় তাঁর একটি বলয় তৈরি হয়।
গত ২ নভেম্বর উপজেলা পরিষদ নির্বাচনে জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্যের অনুসারী আকমল হোসেন আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ওই সময় দলের উপজেলা সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমেদ ‘বিদ্রোহী’ প্রার্থী হন। তিনি আজিজুস সামাদের অনুসারী। গত ২৬ ডিসেম্বর আকমল হোসেন মারা যান। এরপর নির্বাচন কমিশন উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী সোমবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের দিন। কিন্তু হারুন মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা আওয়ামীলীগ নেতা এবং এমএ মান্নানের এক অনুসারী বলেন, বিদ্রোহী প্রার্থীকে মনোনয়নপত্র প্রত্যাহার করার অনুরোধ আজিজুস সামাদের রাজনৈতিক কৌশল। তাঁর অনুসারী অনেকে বিদ্রোহী প্রার্থীর সঙ্গে আছেন।
এনিয়ে আজিজুস সামাদ বলেন, তিনি হারুন রাশীদের বাড়িতে গিয়ে তাঁকে অনুরোধ করছিলেন মনোনয়নপত্র প্রত্যাহার করতে। মনোনয়নপত্র প্রত্যাহার না করে হারুন দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তিনি সবাইকে নৌকার পক্ষে কাজ করতে বলছেন।