জগন্নাথপুরে বন্যার্তদের ফ্রি স্বাস্থ্যসেবা চলমান

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় প্রতিটি ইউনিয়নে আশ্রয়কেন্দ্রগুলোতে বন্যার্তদের ফ্রি স্বাস্থ্যসেবা প্রদান কার্যক্রম চলমান রয়েছে। এ লক্ষ্যে প্রতিনিয়ত জগন্নাথপুর হাসপাতালের ডাক্তারগণ বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছেন।

বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ১০টায় জগন্নাথপুর উপজেলা পাইলগাওঁ ইউনিয়নের বাংলাবাজার ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা প্রদান করেন ডা. তানজিম হোসেন এবং ডা. শহিদুল বাসার।

জগন্নাথপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আরা আশা বলেন, ‘বন্যা আসার পর থেকে জগন্নাথপুর উপজেলার প্রতিটি ইউনিয়নে আশ্রয়কেন্দ্রগুলোতে স্বাস্থ্য সেবা, বিশুদ্ধ পানি, ট্যাবলেট স্যালাইন, ঔষধ বিনামূল্যে দিয়া আসছি।