সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ছাতক থানা এলাকা থেকে নারী ও শিশু নির্যাতন মামলার আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীর নাম মালেক হোসেন। সে সিলেট জেলার জালালাবাদ থানার টুকেরগাঁও গ্রামের নাজিম উদ্দিনের ছেলে।
সোমবার (১৮ মার্চ) গ্রেপ্তারকৃত আসামী মালেক হোসেনকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।
জগন্নাথপুর থানা পুলিশ জানায়, থানার এস আই সাইফুদ্দিন ভুইয়ার নেতৃত্বে একদল পুলিশ ছাতক থানা এলাকা থেকে শিশু নির্যাতন মামলার এজাহার ভুক্ত আসামী মালেক হোসেন (২৪)কে গ্রেপ্তার করেন।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম।