সুনামগঞ্জের জগন্নাথপুরে আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় প্রধানমন্ত্রীর ঘর উপহার পেয়েছে আরও ২১২টি ভূমিহীন ও গৃহহীন পরিবার।
বুধবার (২২ মার্চ) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপি এ কার্যক্রমের উদ্বোধন করেন।
উপজেলা পরিষদের হলরুমে ঘর প্রদানের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি।
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল হোসেন লালন, উপজেলা নির্বাহী অফিসার সাজিদুর ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সূধন ধর, থানার ওসি (তদন্ত) শুংশকসহ প্রশাসনের কর্তকর্তা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শেষে ৪র্থ পর্যায়ে ‘ক’ শ্রেণির আওতায় দুই শতাংশ জমি, দলিল নামজারির খতিয়ানী সহ ২১২টি ভূমিহীন পরিবারকে দুর্যোগ সহনীয় টেকসই আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এসব ঘরের চাবি হস্তান্তর করা হয়।