জগন্নাথপুরে ওএমএস’র চাল বিক্রির উদ্বোধন

আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) থেকে সুনামগঞ্জর জগন্নাথপুরে তিনটি কেন্দ্রে ডিলারের মাধ্যমে উপজেলা পর্যায়ে খোলা বাজারে ওএমএস’র প্রতি কেজি চাল ৩০ টাকায় বিক্রি শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ রোডের জগন্নাথপুর বাজারে এ চাল বিক্রির উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাজিদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর থানার ওসি মিজানুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রব, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ ভারপ্রাপ্ত কর্মকর্তা শিমলা রায়, কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, খাদ্য পরিদর্শক ফজলুল হক ও পরিসংখ্যান তদন্তকারী আব্দুল মতিন।

জানা গেছে, এ কার্যক্রম সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর এই ৩ মাস পরিচালিত হবে। জগন্নাথপুরে তিন ডিলার হলেন- পৌর পয়েন্ট রানীগঞ্জ রোডের সুশান্ত কুমার রায়, বটেরতল হাসপাতাল রোডের বশির আহমেদ ও জগন্নাথপুর মাদ্রাসা পয়েন্ট সুনামগঞ্জ রোডের হাসান আহমদ।