নেদারল্যান্ডসকে ১১৮ রানের লক্ষ্য দিলো জিম্বাবুয়ে

নেদারল্যান্ডসকে ১১৮ রানের লক্ষ্য দিয়েছে জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নেমে ১৯ ওভার ২ বল খেলে ১১৭ রান সংগ্রহ করে দলটি। হারায় সব কয়টি উইকেট।

দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন সিকান্দার রাজা।

ডাচ বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন পল ভেন ম্যাকেরেন। ডানহাতি এই পেসার ২৯ রানে নেন ৩টি উইকেট। ২টি করে উইকেট শিকার ব্রেন্ডন গ্লোভার, লভান ফন বিক এবং বেস ডে লিডের।

শেষ খবর পাওয়া পর্যন্ত জিম্বাবুয়ের দেয়া ১১৮ রানের লক্ষ্যে ব্যাট করছে নেদারল্যান্ডস। এখন পর্যন্ত ১ ওভার ২ বল খেলে ৯ রান সংগ্রহ করেছে দলটি।

নেদারল্যান্ডস একাদশ

স্টেফান মাইবার্গ, ম্যাক্স ও’ডাউড, টম কুপার, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিড, স্কট এডওয়ার্ডস (উইকেটরক্ষক, অধিনায়ক), রোয়েলফ ফন ডার মারওয়ে, লোগান ফন বিক, ফ্রেড ক্ল্যাসেন, পল ফন মিকেরেন, ব্র্যান্ডন গ্লোভার

জিম্বাবুয়ে একাদশ

রেজিস চাকাভা, ক্রেইগ আরভিন (অধিনায়ক), শন উইলিয়ামস, সিকান্দার রাজা, ওয়েসলি মাধভেরে, মিল্টন শুম্বা, লুক জংওয়ে, রায়ান বার্ল, টেন্ডাই চাতারা, ব্লেসিং মুজারাবানি ও রিচার্ড নাগারভা।