প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের অধীনে জকিগঞ্জের সকল ভূমিহীন ও গৃহহীনদের আগামী ডিসেম্বরের মধ্যে ভূমি ও গৃহ প্রদানের মাধ্যমে ভূমিহীন শূন্য করার উদ্যোগে নিয়েছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৮ জুলাই) এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান মেম্বারদের সমন্বয়নে প্রতিটি এলাকায় ভূমিহীনদের তালিকা করে সংশ্লিষ্ট টেগ অফিসার দিয়ে যাচাইবাছাই করে ভূমিহীন ব্যক্তিদের ভূমি ও গৃহ প্রদান করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার এ.কে.এম ফয়সালের সভাপতিত্বে এতে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেয়।