জকিগঞ্জে কেছরীবিল সেচ প্রকল্পের প্রশিক্ষণ সম্পন্ন

সিলেটের জকিগঞ্জে কেছরীবিল সেচ প্রকল্প পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ক দুইদিনের প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) কেছরী বিল পানি ব্যবস্থাপনা সমিতির মিলনায়তনে সম্পন্ন হয়েছে।

সাবেক প্রকল্প পরিচালক অপারেশন বিশেষজ্ঞ সহিদুল হক, এলজিইডি’র সহকারী প্রকৌশলী মোহাম্মদ জুয়েল মোল্লা, তানজিদ বিন আলম, সিলেট এলজিইডি’র কোয়ালিটি কন্টল ইঞ্জিনিয়ার সুভাষ কুমার সাহা ও উপ-সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান এতে প্রশিক্ষণ প্রদান করেন।

সমিতির সভাপতি মুসলেহ উদ্দিন সুহেল, সাবেক এএসআই মুহিবুর রহমান, আবুল হাসনাত, আল হাসিব তাপাদার, নাজিম আহমদ, বাবুল আহমদসহ সমিতির ৪০ সদস্য প্রশিক্ষণে অংশ নেন।

সাবেক প্রকল্প পরিচালক অপারেশন বিশেষজ্ঞ সহিদুল হক জানান, এবারে বোরো মৌসুমে সেচ প্রকল্পের কার্যক্রম শুরু হবে। ফলে ৫৪০ হেক্টর ভূমি চাষাবাদের আওতায় চলে আসবে। পর্যায়ক্রমে এ সংখ্যা আরও বৃদ্ধি পাবে। সেচ প্রকল্পের আওতায় ১১৫০ কৃষক উপকৃত হওয়ার পাশাপাশি জকিগঞ্জে কৃষি উৎপাদন বহুগুন বৃদ্ধি পাবে।