যেন পরিত্যক্ত এক ভবন চুনারুঘাট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স!

হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় পৌর শহরে নির্মাণধীন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নামে আছে কাজে নাই। এমনকি গেল দেড় বছর ধরে সেটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে পরিদর্শনকালে দেখা যায়, পৌরসভার উত্তর বাজারস্থ ডিসিপি স্কুল সড়কের পাশে আধুনিক মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটি নির্মাণের দেড় বছর চলে গেলেও চালু হয়নি এখনো। ফলে ভবনের নানা আসবাবপত্রসহ কক্ষগুলো নষ্ট হয়ে যাচ্ছে। পাশাপাশি ব্যবহার না করেই মাসিক বিদ্যুৎ বিল দিতে হচ্ছে।

এমন বাস্তবতায় ভবনটি দ্রুত চালু করার জন্য মুক্তিযোদ্ধাগণ জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদনও করেছেন।

জানা যায়, ২০১৮ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণকাজ শুরু করে। ২ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে স্থানীয় প্রকৌশল মজীদ সন্স কনস্ট্রাকশন নামের টিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে দীর্ঘ সময় নিয়ে ২০২১ সালে ৩০শে জুন ভবনটির কাজ সমাপ্ত করেন। চার তলা বিশিষ্ট ভবনটির তিনতলা সম্পন্ন করে সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যাল স্থাপনসহ বাণিজ্যিকভাবে ব্যবহারসহ মুক্তিযোদ্ধাদের ব্যবহারের জন্য কার্যালয়, হলরুম, মিলনায়তনসহ শৌচাগারের ব্যবস্থা রাখা হয়েছে। দশ শতক জায়গায় ভবনটি নির্মাণসহ চারপাশে রয়েছে গ্রিলের বেষ্টনী।

অথচ, ভবনটি চালু হচ্ছে না। এতে করে স্থানীয় মুক্তিযোদ্ধাদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।

এ বিষয়ে উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস ছামাদ জানান, বর্তমানে কমান্ডারের অনুপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে আছে ভবনটি। অজ্ঞাত কারণেই দীর্ঘ প্রায় দুবছর সময় ধরে ভবনটি অকেজো অবস্থায় পড়ে আছে। সাথে নষ্ট হচ্ছে নানা আসবাবপত্র। মাকড়সা বাসা বেঁধেছে ভবনের ভিতরে।

তিনি বলেন, ‘কোন উপায় না পেয়ে আমরা জেলা প্রশাসক বরাবর আবেদন করে দ্রুত চালু ও মুক্তিযোদ্ধাদের স্বপ্ন পূরণের দাবি জানিয়েছি। এখন আবারও নতুন করে অপেক্ষা।’