চুনারুঘাটে পাখি শিকারিদের বিরুদ্ধে বিট কর্মকর্তার অভিযোগ

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় কিছু অসাধু শিকারি ইয়ারগান দিয়ে নিয়মিত পাখি শিকার করছে এমন অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) সাতছড়ি জাতীয় উদ্যান বিট কর্মকর্তা মাজহারুল ইসলাম চৌধুরী বাদী হয়ে চুনারুঘাট থানায় এমন অভিযোগ করেন।

এতে তিনি উপজেলার ৮নং সাটিয়াজুরী ইউনিয়ন পরিষদের হাতিমারা এলাকা সংলগ্ন বৈরাগী পুঞ্জীর জুসেফ চৌধুরীর ছেলে রনেল চৌধুরীর বিরুদ্ধে অবৈধভাবে পাখি শিকারের অভিযোগ করেন।

অভিযোগ থেকে জানা যায়, অসৎ পাখি শিকারী ব্যবসায়িগণ ইয়ারগানসহ নানাভাবে নিয়মিত পাখি শিকার করে চলেছে। যা প্রাকৃতিক পরিবেশ জীববৈচিত্র্য ধ্বংসের কারণ।

এ বিষয়ে সাতছড়ি জাতীয় উদ্যানের বিট কর্মকর্তা মাজহারুল ইসলাম চৌধুরীর সাথে যোগাযোগ করলে, তিনি বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান, ‘জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদনও ছাপা হয়েছে। আমরা সর্বদাই এই সকল অসৎ ব্যবসায়ি ও শিকারীদের আইনের আওতায় শাস্তির অভিযান চলমান রেখেছি।’