হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০জুন) সকালে জেলা উপজেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন,ভাইস চেয়ারম্যান লুৎফর রহমান মহালদার।
উপজেলা প্রশাসনের আয়োজন তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাক্সফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্ব পক্ষ কর্মকর্তাদের কে নিয়ে উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির সদস্য ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
এতে অংশ গ্রহন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহিদুল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা মোজাম্মেল হক, সমাজসেবা কর্মকর্তা বারিন্দ্র চন্দ্র পাল, মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা আক্তার, আনসার বিডিপি কর্মকর্তা রেখা রানী পাল, দেওরগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিতুর রহমান ফরাজি রুমন,শানখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট খলিলুর রহমান, আশা চুনারুঘাট ব্রাঞ্চের পরিচালক মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাব সভাপতি জামাল হোসেন লিটন, মাদক বিরোধী শক্তি চুনারুঘাটের সভাপতি ফুলমিয়া খন্দকার সহ কর্মকর্তা কর্মচারী গণ উপস্থিত ছিলেন।
কর্মশালায় তামাক নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, জনসমাবেশ ও গণপরিবহন ধূমপান মুক্তকরণ, তামাকবিরোধী প্রচারণা জোরদার করা, তামাক কোম্পানির বিজ্ঞাপন অপসারণ করা, তরুণদের ধূমপানে নিরুৎসাহিত করতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।